Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে ছাত্র শিবিরের নেতাকর্মী বোমা-অস্ত্রসহ আটক

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল বাস স্ট্যান্ডের একটি বাড়ি থেকে গতকাল বিকেলে যশোর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৩ ছাত্র শিবির নেতাকে ১৫ টি বোমা, ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
বেনাপোল পোর্র্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বেনাপোল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের একটি গোপন বৈঠক চলছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে যশোর জোলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, ঝিকরগাছা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম ও বেনাপোল পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে ১৫ টি বোমা, ৩টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে আরো অনেক নেতারা পালিয়ে যায় বলে ওসি জানান। বেনাপোল পোর্ট থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় নাশকতা আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ