Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগোরার পঁচা মাছে ফরমালিন ৩ লাখ টাকা জরিমানা

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পঁচা মাছ তাতে আবার ফরমালিন। তাপসী, বাতাসী মাছ ও স্টার বাইন মাছ-তিনটিতে পাওয়া গেছে এ বিষ। বিক্রি হচ্ছে রোগাক্রান্ত পঁচা মাছ, কাটা সবজি। এচিত্র আগোরা সুপার সপে। গতকাল (সোমবার) মহানগরীর পাঁচলাইশ মিমি সুপার মার্কেট সংলগ্ন আগেরাতে অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস। এসব অপরাধে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো: সরওয়ার আজমকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভ্রাম্যমান আদালত মেয়াদবিহীন লেভেল সবজি প্যাকেট জাত, স্টোরে নোংরা ও দুর্গন্ধ পরিবেশের দায়ে মিনা বাজারের দেবাশীষ লোথকে ১০ হাজার টাকা হাজার টাকা জরিমানা করেন। স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক ও কর্পোরেশন পরিচালিত আধুনিক খাদ্য পরীক্ষাগারের রসায়নবিদরা ছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত মূল্য তালিকা না টাঙ্গানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রিসহ কয়েকটি অপরাধে ১১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। নগরীর রেয়াজুদ্দিন বাজার ও ঝাউতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাশ ও আবদুস সামাদ শিকদার। অনুপমা দাশ বলেন, রেয়াজুদ্দিন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করায় দুই দোকানকে মোট ১৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিন মুদি দোকানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় এক সবজি ব্যবসায়ীকে ৫০০ টাকা ও চাল এবং ডালে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ