Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব

খেলাফত মজলিসের ইফতার আলোচনায় বক্তারা

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য ও ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তারা বলেছেন, আজকে সমাজের সকল স্তরে মূল সমস্যা দুর্নীতি। একমাত্র তাকওয়া অর্জনের মাধ্যমেই এ দুর্নীতি দূর করা সম্ভব। আর পবিত্র রমযান আত্মশুদ্ধির মাস। মাগফিরাত রহমত ও নাজাতের এ মাসে বেশি বেশি নেক আমল আখেরাতের বড় সম্বল।
গতকাল কুমিল্লা টাউনহল মিলনায়তনে ইফতারপূর্বক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের মহানগর কমিটির সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী বলেন, তাকওয়া অর্থাৎ খোদা ভিরুতা অর্জনের লক্ষ্যেই রোজা ফরজ করা হয়েছে। আর কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা জিএম মেহেরুল্লাহ বলেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংগঠন নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সংগঠনের মহানগর সেক্রেটারি মাওলানা ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মুনীরুল ইসলাম মাওলানা সালাহ উদ্দীন, হাফেজ বাশারাত ভূইয়া, শাহজালাল, মাওলানা মুজাম্মেল, মাওলানা ইব্রাহিম, হাফেজ মাওলানা জামিল আহমেদ, মুফতি মাওলানা তাওহীদুল ইসলাম, মুফতি নাঈমুল ইসলাম, কান্দিরপাড় জামে মসজিদের সহ:পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ ও সংগঠনের পশ্চিম জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহসিনুদ্দিন বেলালী প্রমুখ।



 

Show all comments
  • sagir ahamed chy ৬ জুন, ২০১৭, ১:৩৯ এএম says : 0
    সালাম নিবেন সত্তি হক কথা বলেছেন আললাহ কে ভয় করুন আললাহর হুখুম পালন করুন । দুনিয়াতে ও শানতি এবং আখেরাতে ও শানতি ।আমাদের সকল কে আললাহতালা নেকআমল করার তৌফিক দান করুন আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ