Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃক্ষ মানুষের জীবনবান্ধব সম্পদ -আইআইইউসি ভিসি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম বলেছেন, বৃক্ষ মানুষের জীবন-বান্ধব সম্পদ। জীবিকার জন্য গাছ এবং জীবনের জন্যেও গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল (সোমবার) আইআইইউসি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ট্রেজারার এবং বিশ্ববিদ্যালয়ের বিউটিফিকেশন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইন। অতিথি হিসাবে ছিলেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. নাজমুল হক নাদভী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মনিরুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবীর এবং রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক কবি চৌধুরী গোলাম মাওলা।
ভিসি প্রফেসর আজহারুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। গাছ হচ্ছে পৃথিবীর পরিবেশের ছাকনি। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে রক্ষা পেতে কেবল গাছ লাগালে হবেনা, গাছের যথার্থ যতœ নেয়া প্রয়োজন। আলোচনা শেষে আইআইইউসির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ