Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগে ফের প্রাণচাঞ্চল্য

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

তানোর (‘রাজশাহী’) উপজেলা সংবাদদাতা : রাজশাহী-১ ‘তানোর-গোদাগাড়ী’ নির্বাচনী আসনের নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর ওপরই ফের আস্থা ও ভরসা রাখলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে দীর্ঘদিন পর এমপি ওমর ফারুক চৌধুরীকে ঘিরে ফের আওয়ামী লীগের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সব জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালেচনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী আবারো এমপি মুখী হয়ে রাজনীতিতে সরব হয়েছে। অবশেষে তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ উপলব্ধী করতে পেরেছেন ভিআইপি এই আসনে আওয়ামী লীগের রাজনীতিতে এমপি ওমর ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই। এদিকে চলতি বছরের ২০ মে শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় এমপিদের তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিশেষ বর্ধিতসভায় সব জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে রাজশাহী-১ ‘তানোর-গোদাগাড়ী’ সংসদীয় আসনে ফের এমপি ফারুক চৌধূরীকেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী করার ইঙ্গিত দেয়া হয়েছে বলে একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলে ক্ষমতার ভাভাভাগী ও আধিপত্য বিস্তার নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়। কিন্তু বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় ও দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নেতাকর্মীরা ফের ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। ফলে দীর্ঘদিন পর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকগন আবারও চাঙ্গা হয়েছে উঠেছে। রাজনীতিতে হয়েছে নাটকীয় পরিবর্তন দলীয় শক্তি দিন দিন ক্রমেই জোরদার হচ্ছে। তানোর-গোদাগাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখন বইছে ঐক্যর হাওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ