প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: প্রায় তিন বছর হলো মিডিয়াতে কাজ শুরু করেছেন আইরিন আফরোজ। খুব অল্প সময় হলেও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছেন তিনি। টিভি নাটকে নিয়মিত অভিনয় এবং বিজ্ঞাপনে মডেল হিসেবে তার সরব উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে এসেছে। এরইমধ্যে আইরিন নতুন চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনগুলো বর্তমানে প্রচার হচ্ছে। বিজ্ঞাপনগুলো হচ্ছে অংকুরের নির্দেশনায় ‘বসুন্ধরা শপিং মল’, ‘ইতালিয়ান মেলামাইন’, কিসলুর নিদের্শনায় ‘গø্যাক্সোজ ডি’ এবং ‘নো রিস্ক’। আইরিন আফরোজ বলেন, ‘একসঙ্গে এতোগুলো বিজ্ঞাপনের প্রচারের পর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছি। নিজের অভিনয় টিভিতে দেখার চেষ্টা করি, ভুলগুলো শুধরানোর চেষ্টা করি। আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমার স্বপ্ন পূরণে আমি এখন অভিনয়ে অধ্যাবসায় করছি। যেসব নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছি, তাতে ভেবে চিন্তে সম্মতি দিচ্ছি। আইরিন আফরোজ জানান এরইমধ্যে তিনি আবু হায়াত মাহমুদের নির্দেশনায় ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’ নাটকের কাজ শেষ করেছেন। আইরিন প্রথম আলোচনায় আসেন সাবিনের নির্দেশনায় ‘প্রাণ ঝালমুড়ি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।