প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কাশ্মীরের একটি ক্যালেন্ডারের জন্য ছবি তোলার দায়িত্ব পেয়ে হাঁফ ছেড়ে যেন বাঁচল পেশাদার আলোকচিত্রী বিক্রম রায় (ইন্দ্রনীল সেনগুপ্ত)। স্ত্রীর কেনাকাটার উন্মত্ত বাতিকের কারণে তিতিবিরক্ত হয়ে উঠেছিল জীবন। কাশ্মীরি বন্ধু আরিয়ান রায়না (হাসান জায়েদি) তার ভ্রমণসঙ্গী হয়। ভ্রমণ আর পেশাগত দায়িত্ব পালনের মাঝেই প্রবাস থেকে আগত ভারতীয় শিনা ওবেরয়ের (সারা খান) সঙ্গে বিক্রমের পরিচয় হয়। শিনা এসেছে কাশ্মীরের ওপর গবেষণা করার জন্য। তাদের সঙ্গে যোগ দেয় ইমরান দার (ইমরান খান) ইমরান একজন ব্যাঙ্ক কর্মী হলেও এখন কাজ করছে তাদের গাইডের। এখানে এসে কাশ্মীরি সংস্কারের সঙ্গে তাদের পরিচয় হয়। আরিয়ানের সঙ্গে সাক্ষাত হয় তার দাদা (অলোক নাথ) আর ছেলের সন্ধানে রত রহিমা বাইয়ের (ফরিদা জালাল) এবং ভয়ানক দেখতে হামজার (আরবাজ খান) যে কাশ্মীরে তার কন্যার চিকিৎসার খোঁজ করছে। সব শেষে দলে যোগ দেয় অ্যালান অল্টার (টম অল্টার) নামে এক বিশ্বখ্যাত আলোকচিত্রী। এরা সবাই কাশ্মীরে এক সরল সৌন্দর্য আবিষ্কার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।