Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেওয়াচ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

‘হরিবল বসেস’ (২০১১) ফিল্মটির জন্য খ্যাত সেট গর্ডন পরিচালিত অ্যাকশন-কমেডি ফিল্ম ‘বেওয়াচ’। ১৯৮৯ থেকে ২০০০ পর্যন্ত প্রচারিত হিট টিভি সিরিজ ‘বেওয়াচ’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ‘ফ্রিকনোমিক্স’ (২০১০), ‘ফোর ক্রিসমাসেস’ (২০০৮) এবং ‘আইডেন্টিটি থিফ’ (২০১৩) গর্ডন পরিচালিত অন্য ক’টি চলচ্চিত্র।
ক্যাপ্টেন থর্প (রব হুয়েবেল) প্রধান লাইফগার্ড মিচ বুকাননকে (ডোয়েন জনসন) জানিয়েছে সিটি কাউন্সিল তাদের বেওয়াচ কার্যক্রমের বাজেট কমিয়ে দিয়েছে। ঠিক এসময়ই তার দলে যোগ দেয় এক্সট্রিম অ্যাথলিট ম্যাট ব্রডি (য্যাক এফরন)। ব্রডির বেপরোয়া আর বিরক্তিকর আচরণ, সর্বোপরি তার মাত্রাতিরিক্ত পানের অভ্যাসের কারণে প্রথমের তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বেওয়াচ কার্যক্রম এবং তার সদর দপ্তরকে রক্ষা করার জন্য মিচ শুধু সহকর্মী লাইফগার্ড সামারকেই (আলেকজান্দ্রা ড্যাডারিও) পাচ্ছে। এর পাশাপাশি ভিক্টোরিয়া লিডস (প্রিয়াঙ্কা চোপড়া) নামের এক অপরাধীকে দমন করার জন্যও তাদের কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ