রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষা গুনগত মান অর্জনের লক্ষ্য প্রসারে ”শেখ রাসেল ডিজিটাল ল্যাবের” ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে নান্দইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল পৌরমেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ খলিলুর রহমান হাওলাদার, নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, ৫নং গাংগাইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ এনামূল হক বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল হক, আইটিসি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক প্রমূখ। সভায় বক্তরা বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশকে ডিজিটালে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগন বিশেষ করে শিক্ষার্থীরা ইতিমধ্যেই এর সুফল ভোগ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।