রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা ; শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে বেত ও মারধর নিষিদ্ধ করলেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল ভিন্ন ঘটনা। প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়মিত মারধর ও অশ্লীল গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বেধরক মারধরের কারণে ৭/৮জন শিক্ষার্থীদের থাকতে হয়েছে উপজেলা সদর হাসপাতালে। ইউএনও, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, থানা, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিভাবকরা অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক বিপুল বিশ্বাস শিক্ষার্থীদের আন্দোলনে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত রোববার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা কান্না জড়িত কণ্ঠে তাদেরকে বেদম মারধরের বর্ণনা করেন। ঘটনার পরপরই উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, অভিযুক্ত দু’শিক্ষকই লিখিতভাবে কয়েকজন শিক্ষার্থীদের মারধরের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, অভিভাবক আরিফ উল্লাহ মুন্সি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম মিজি বলেন, বিষয়টি আমরা জেনে কমিটিতে আলোচনার পর উপজেলা নির্বার্হী অফিসার ও শিক্ষা অফিসে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হয়েছে।
গত ২৩ এপ্রিল উপজেলার হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ১০/১২জন শিক্ষার্থীকে বেদম মারধর ও গালমন্দ করে। ওই ৭/ ৮জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দশম শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলামের বাবা আরিফ উল্লাহ মুন্সি বাদি হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।