Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

“ তিন বেলা খাওয়া ও সুস্থ্যভাবে বাঁচতে চাই”

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন ও সমাবেশ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : “সরকারিকরণ নয়, তিন বেলা খাওয়া ও সুস্থ্যভাবে বাঁচতে চাই” এই শ্øোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার সকালে সাতক্ষীরা পৌর ভবনের সামনে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন। মানববন্ধনে তারা বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার পরিস্কার পরিছন্নতার কাজ করে থাকি। যা লোক চক্ষে একটি অশোভনীয় কাজ। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য আমরা এসব কাজ করে থাকি। এতে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি। আর এ কাজের বিনিময়ে আমরা যে বেতন পাই তা বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন যাপন করা খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। এ কারণে আমরা পরিবারের সদস্যদের কাছেও হয়ে থাকি অবহেলিত, লাঞ্ছিত। আমরা আমাদের অভিভাবক পৌর পিতা তাজকিন আহমেদ চিশতির সু-দৃষ্টি কামনা করছি।’ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের সাবেক সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের উপদেষ্টা চন্দন হেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ