Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিচার দাবি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে লালমোহনের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষকসহ সুশীল সমাজের হাজারও মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে নিহত তিথির শোকাহত পিতা স্কুল শিক্ষক মোঃ কামাল উদ্দিন, লালমোহন পৌসভা মেয়র এমাদাদুল ইসলাম তুহিন, লালমোহন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মোঃ জহিরুল হক সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা ক্ষোভের সাথে প্রশাসনকে ধিক্কার দিয়ে বলেন, ঘটনার ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কেনো মামলার প্রধান আসামীদের গ্রেফতার করা হয়নি। অনতিবিলম্ভে তিথী হত্যা মামলার প্রধান আসামী মেহেদী হাসান রুবেলসহ সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়াও তারা দাবি করেন, আইনের ফাঁকফোকর দিয়ে যেনো আসামীরা পালিয়ে বেড়াতে না পারেন। তিথি মঞ্চের আয়োজনে ও তরী ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১ জুন বৃহস্পতিবার গভীর রাতে তিথি পাষন্ড ও নেশাগ্রস্থ স্বামী রুবেলে’র হাতে নির্মমভাবে খুন হয় কলেজ ছাত্রী তিথি। লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় রুবেল ও তার পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তীব্র নিন্দা জানান বিভিন্ন সচেতন মহল। ধীরে ধীরে ঘটনার প্রতিবাদের প্রখর রুপ নেয় তিথির সহপাঠী ও আত্মীয় স্বজনের মধ্যে। তার সাথে যোগ হয় স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ