Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ৩:২১ পিএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার ভোর রাতে সাভারের তুরাগ নদীর কাউন্দিয়া দিয়াবাড়ি খেয়াখাট এলাকা থেকে ওই দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবির এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ওই শিশুর খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এর আগে রোববার রাত ১০টার দিকে সাভারের কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি খেয়াঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত জানান, রাতে মিরপুর থেকে নৌকায় করে ফেরার পথে তুরাগ নদীর কাউন্দিয়া দিয়াবাড়ি খেয়াখাট এলাকায় সাতজনকে বনহকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও তিন শিশু নিখোঁজ হয়।

পরে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা নদীতে কয়েক ঘণ্টা তল্লাশি করে ভোরর রাতে ১১ ও ১২ বছর বয়সী দুই মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। তবে এখনও এক শিশু নিখোঁজ রয়েছে।



 

Show all comments
  • অাল অামিন ৫ জুন, ২০১৭, ৩:৩৮ পিএম says : 0
    প্রথমে সরন করছি অালহাজ্ব মাওলানা এম এ মান্নান রহ. এত সুন্দর একটা প্রতিষ্ঠান গরার জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ