বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে রোববার দিবাগত রাতে নিহত জঙ্গি আবুর শ্বশুরসহ নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর আব্বাস বাজার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আতাউর রহমানের ছেলে আল-আমিন (২৪)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত একটার দিকে উপজেলার মনকাষা এলাকা থেকে রুহুল আমিন ও আল-আমিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারা দুজনই নব্য জেএমবি’র সদস্য। তিনি জানান, গ্রেফতারকৃত রুহুল আমিন শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত রফিকুল আলম আবুর শ্বশুর।
ওই ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলার এজাহারভুক্ত আসামী। শিবনগর গ্রামে পুলিশ জঙ্গি আস্তানা ঘেরাও এর পর থেকে সে পলাতক ছিল। এছাড়া আল-আমিন ২০১২ সালে নাচোলে জেএমবি সদস্য সালমান হত্যার এজাহারভুক্ত পলাতক আসামী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।