বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে গোদাগাড়ীতে বিআরটিসির বাস উল্টে একজন নিহত হয়েছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মুরসালিন (২৫)। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবক নওগাঁ জেলার নিয়মতপুর উপজেলার। এ ঘটনায় আরো অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল ও গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী হতে ছেড়ে আসা নওগাঁ পোরশা নিয়ামতপুরগামী বিআরটিসি বাস গোদাগাড়ী হয়ে যাচ্ছিলো। পথিমধ্যে গোদাগাড়ী উপজেলার সাবদিপুর এলাকায় বাসটি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে উল্টে খাদে পড়ে গেলে মুরসালিন নিহত হয় ও বাসের ১২ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের গাড়ীতে করে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ও গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান ঘটনাস্থলে পুলিশ আছে লাশের বিষয়ে পরে জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।