বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে কর্মচারী ও অফিসার সমিতির উদ্যোগে এ মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানব-বন্ধন থেকে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-ছাত্রী উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে শিক্ষক লাঞ্ছনা করেছে সেই শিক্ষার্থীরা কুলাঙ্গার। তারা কখনও শিক্ষার্থী হতে পারে না। এরা হলো সন্ত্রাসী। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তারা। মানব-বন্ধনে কর্মচারীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।