বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার ব্যুরো : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত-সমালোচিত সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, আগামী নির্বাচন পর্যন্ত আমি এমপি থাকব। তাছাড়া কে নমিনেশন পাবেন তা ঠিক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত শুক্রবার (২রা জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের টেকনাফের শাহ পরীর দ্বীপে ত্রাণ বিতরণ কালে সেখানকার সড়ক ও বেড়ি বাঁধের করুণ অবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আগামী নির্বাচনে আব্দুর রহমান বদিকে আওয়ামী লীগের নমিনেশন দেয়া হবে না বলে মন্তব্য করেছিলেন।
এমন খবরাখবর সংবাদ মাধ্যমে প্রচার হলে এমপি বদি বিভিন্নস্থানে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ‘সড়কের মালিক তো যোগাযোগ মন্ত্রী, বেড়িবাঁধের মালিক তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এগুলো সংস্কারের দায়িত্বও তাদের’। বেশ কয়েক বছর ধরে টেকনাফ-শাহ পরীর দ্বীপ সড়কের বেহাল অবস্থা ও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় শাহ পরীর দ্বীপের মানুষ জোয়ার ভাটার সাথে বসবাস করে আসছেন। এগুলো সংস্কার করা তার দায়িত্ব বলে স্বীকার না করে বা এগুলো সংস্কার করতে না পারা তার ব্যর্থতা বলে স্বীকার না করে উল্টো দম্ভ করে বলেন, এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ।
তাছাড়া তাকে নমিনেশন দেয়া হবেনা মর্মে যোগাযোগ মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর যে বক্তব্য প্রচার হচ্ছে তা তিনি শুনেন নি। তিনি আরো বলেন এগুলো তার প্রতিপক্ষের কিছু লোক ও মিডিয়ার অপ-প্রচার মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।