Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় টর্নেডোতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার উপর দিয়ে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বয়ে যাওয়া টর্নেডো ও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ করে দক্ষিণ থেকে উঠে আসা টর্নেডো বয়ে যায় উত্তরে। প্রায় পনের মিনিটি পর এই ঝড়- হাওয়া গতিপথ পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায়। ঝড়ে পাবনায় প্রায় ২ শতাধিক কাচা-ঘর বাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আম ও লিচুর। পাবনা শহরের বেশ কিছু এলাকায় বহু গাছ-পালা উপড়ে পড়ে। বড় বাজারের ৩টি দোকানের চালা উড়ে যায়। গাছে থাকা লিচু ও পাকা আম ঝরে পড়ে গেছে। প্রায় একই সময় জেলার সব গুলো উপজেলার উপর দিয়ে ঝড় ও শীলা বৃষ্টিপাত হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানীর কোন খবর পাওয়া যায়নি। ঝড় শুরু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে পাবনা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে জানা যায়, গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় এই বিপর্যয় হয়েছে। রাত ২টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও শালগাড়িয়া মহল্লা ও ৪টি উপজেলায় (পল্লী বিদ্যুতের আওতায়) এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। শালগাড়িয়া, হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের প্রচন্ড গরমে কষ্ট আরো বেড়ে যায়। পাবনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরুপন করা হচ্ছে । এরপর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দেওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ