Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশিয়ানীতে শিশু ধর্ষণের চেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কাশিয়ানী উপজেলার ভাইস-চেয়ারম্যান খাজা নেওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইব্যুনাল। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ দলিল উদ্দিন এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এ মামলার বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিজ্ঞ বিচারক এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানাগেছে ।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে জানা যায়, কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মিনারা বেগমের ভাড়াটিয়া ফরহাদের ঘরে খাজা নেওয়াজ প্রায়ই আসতেন। সেখানে মদ্যপানসহ তাসের আড্ডা বসাতেন। গত বছর ২৮ জুলাই খাজা নেওয়াজ বাড়ির মালিক মিনারা বেগমের ৯ বছরের মেয়েকে আড্ডার ঘরে মধ্যে ডেকে নিয়ে দরজা-জানালা বন্ধ করে তার হাত-পা বেঁধে জোরপূর্বক মদ পান করান। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। মা মিনারা বেগম মেয়ের খেলার সাথী হিরার কাছ থেকে খবর পেয়ে দ্রæত সেখানে যান এবং মেয়েকে উদ্ধার করেন। খাজা নেওয়াজ তখন বিবস্ত্র অবস্থায় দ্রæত দৌড়ে পালিয়ে যান । এ ব্যাপরে মিনারা বেগম কাশিয়ানী থানায় অভিযোগ করলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইব্যুনালে একটি নালিশী পিটিশন দায়ের করেন।
ট্রাইব্যুনালের নির্দেশে পরবর্তীতে কাশিয়ানী থানা মামলাটি এফআইআরভুক্ত করে। চলতি বছর ফেব্রæয়ারি মাসের মাঝামাঝি কাশিয়ানী থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল ইসলাম আদালতে মামলাটির ফাইনাল রিপোর্ট দাখিল করে। এ রিপোর্টের বিরুদ্ধে মামলার বাদী মিনারা বেগম আদালতে নারাজী দেন। আদালত ওই রিপোর্ট স্থগিত করে বিচার বিভাগীয় তদন্তের জন্য গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে নির্দেশ দেন। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানীকে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেন। অভিযোগকারীসহ তিনজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ম্যাজিষ্টেট মুক্তা রানী উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পান। গত ২২ মে মুক্তা রানী তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
২৮ মে নারী ও শিশু নির্যাতণ দমন ট্রইব্যূনালের বিচারক কাশিয়ানী উপজেলার ভাইস-চেয়ারম্যান খাজা নেওয়াজের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ