বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : প্রকাশ্য দিন দুপুরে সশস্ত্র পুলিশের উপস্থিতিতে ছিনতাইকারীর কবলে পতিত হয়েছে নরসিংদী চেম্বার নেতা। ছিনতাইকারীরা নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট মো: শফিকুল ইসলাম শেখ তুলুর ৫ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল রোববার সকালে সোনালী ব্যাংক, নরসিংদী ট্রেজারী শাখার প্রধান ফটকের ভিতরে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর সারা নরসিংদী শহরে ব্যাংকগুলোতে ছিনতাই আত্কং দেখা দিয়েছে। শহরের ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ছিনতাই ভীতি।
জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্সের এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো: শফিকুল ইসলাম শেখ তুলু সকাল পৌনে ১০ টায় তার মোটর সাইকেল নিয়ে সোনালী ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। মূল ফটকের ভিতরে মোটর সাইকেলটি তালাবদ্ধ করে তিনি ব্যাংকের ভিতরে প্রবেশ করেন। সেখানে কাউন্টার থেকে ৫ লাখ ১০ হাজার টাকা তুলে একটি ব্যাগে ভর্তি করে সোয়া ১০টায় ব্যাংক থেকে বেরিয়ে আসেন। তিনি টাকা ভর্তি ব্যাগটি মোটর সাইকেলের সামনে ঝুলিয়ে রেখে পেছনের চাকার তালা খুলতে যান। এসময় ৪ জন ছিনতাইকারী তার সামনে কতগুলো টাকা ফেলে দিয়ে বলতে থাকে এই টাকাগুলো কার? শেখ তুলু তখন বিভ্রান্ত হয়ে নিচে পতিত টাকাগুলোর দিকে তাকানোর সাথে সাথেই ছিনতাইকারীরা মোটর সাইকেলে ঝুলানো টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে মুহূর্তের মধ্যে ছিনতাইকৃত টাকার ব্যাগটি নিয়ে একটি ইজিবাইকে চলে যায়। এ সময় ব্যাংক প্রেমিসে ৩ জন অস্ত্রধারী পুলিশের মধ্যে ২ জন পুলিশ বক্সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল এবং ভ্রাম্যমান পুলিশটি তখন ব্যাংক ভবনের ভিতরে অবস্থান করছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।