Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাপক অনিয়মের অভিযোগ সরেজমিনে পরিদর্শনের দাবি

তানোরে এডিপি প্রকল্প বাস্তবায়নে

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

মমিনুল ইসলাম মুন, তানোর উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষন ও সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প গ্রহণে স্বজনপ্রীতি ও বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। চলতি বছরের ১ই জুন বৃহ¯প্রতিবার সংশ্লিষ্ট প্রকল্প এলাকার জনসাধারণগণ বাস্তবায়িত প্রকল্প সরেজমিন পরিদর্শনের দাবিতে স্থানীয় সাংসদ, রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও প্রধান প্রকৌশলী এলজিইডি ভবন বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, অধিক গুরুত্বপূর্ণ ও জনস্বার্থে ব্যবহার হয় এমন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অগ্রাধিকারের কথা বলা আছে। অথচ কোনো ধরণের সাম্ভব্যতা যাচাই-বাছাই না করে রাজনৈতিক বিবেচনায় স্বজনপ্রীতির মাধ্যমে অধিকাংশ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে গুঞ্জন বইছে। আবার বছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করার কথা বলা হলেও, এখানে তার ব্যতিক্রম হয়েছে। চলতি বছরের ৫ এপ্রিল দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ ও ২৬ এপ্রিল দরপত্র গ্রহণ এবং ১৪ মে লটারি সম্পন্ন করা হয়েছে এবং কার্যাদেশ প্রদানে আরও কিছুটা সময় ব্যয় হবে, কার্যাদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। অপরদিকে এডিপি’র কতটি প্রকল্পের বিপরীতে কত টাকা বরাদ্দ, প্রকল্প ও প্রকল্প সভাপতি কারা ইত্যাদি বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে অপারগতা করেছেন। এদিকে এলজিইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, স্থানীয় বিএনপি মতাদর্শী কিছু মৌসুমি ঠিকাদার কতিপয় কর্মকর্তার যোগসাজশে অন্যদের কাছে থেকে উচ্চমূল্যে এসব কার্যাদেশ কিনে নিয়ে নামমাত্র কাজ করে বরাদ্দের টাকা আতœসাতের পায়তারা করছে।
খোজ নিয়ে জানা গেছে, তানোরে চলতি অর্থবছরে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করেছে এলজিইডি।
এদিকে এডিপি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সাধারণের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। প্রতি বছর লাখ লাখ ব্যয়ে এডিপি প্রকল্পের বাস্তবায়ন দেখানো হলেও বছর না ঘুরতেই অধিকাংশ প্রকল্পের কোনো অস্থিত্ব পাওয়া যায় না। সচেতন মহল ও প্রকল্প সংশ্লিষ্ট এলকাবাসি এবার সিডিউল মোতাবেক এবং দরপত্রে উল্লেখিত টাকার সমপরিমাণ মানসম্মত কাজ বুঝে নিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন সব অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক বিবেচনায় বা স্বজনপ্রীতির মাধ্যমে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। তিনি বলেন, যথাযথ নিয়মানুসারে প্রকল্প গ্রহণ ও দরপত্র আহবান করা হয়েছে। তিনি বলেন, শতভাগ কাজ বুছে নিয়ে বিল পরিশোধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ