বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক বীমা কর্মকর্তাকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল (রোববার) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন আলাদা সাতটি মামলায় জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস) রফিক আহমেদকে এ দন্ডাদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেন এ বীমা কর্মকর্তা। সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের পৃথক সাতটি মামলা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক রফিক আহমদেকে এ দন্ডাদেশ দেন। মেজবাহ উদ্দিন বলেনন, পাঁচটি মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর এবং দুটি মামলার এক বছর করে দুই বছর মিলিয়ে মোট ১৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে রফিক আহমদকে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।