Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে অবৈধ অনুপ্রবেশকারী ২ ভারতীয়কে ফেরত

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২ ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি সীমান্তরক্ষী বিএসএফ’র নিকট ফেরত প্রদান করেছে। দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে প্রকাশ, গতকাল দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলার অচিন্তপুর সীমান্তে পিলার নং ৩১৮ সাব পিলার ৫ স্থানে ফুলবাড়ী ২৯ বিজিবি এবং ভারতের বালুরঘাট ৯৬ বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতে দক্ষিণ দিনাজপুর জেলার জাকিরগঞ্জ সীমান্ত ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হরিপদ সিংহ এর নেতৃত্বে ৫ সদস্য এবং বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার অচিন্তপুর সীমান্তের ক্যাম্প কমান্ডার আব্দুল মালেকের নেতৃত্বে ৫ সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা ২ ভারতীয় নাগরিক অনিন্দ্র পাল (২৮) ও জগদীশ রায় (৩০)কে বিজিবির পক্ষ থেকে বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়। এ দুজন ভারতীয় নাগরিক গতকাল ভোর ৬টায় বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র আহŸানে সাড়া দিয়ে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বৈঠক শেষে এই ২ ভারতীয় নাগরিককে তাদের নিজ দেশে ফেরত দিয়ে সমস্যা সমাধান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ