Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট বাস্তবায়নে সংশয় রয়েছে - আল্লামা জুবাইর

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, এবারের বাজেটে উন্নয়ন বরাদ্দ বাড়লেও অর্থ সংস্থান চ্যালেঞ্জ হওয়ায় তা বাস্তবায়নে সংশয় রয়েছে। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত শনিবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আল্লামা জুবাইর বলেন, ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট মূলত অতীত বাজেটগুলোর ধারাবাহিকতা। এতে বৈষম্য কমানো বা বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট উদ্যোগ নেই। রাজস্ব আদায় জোরদারে অর্থমন্ত্রীর নতুন ভ্যাট আইন কার্যকর করার ঘোষণায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন আতিকুল মিল্লাত কুতুবী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খান এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। বক্তব্য রাখেন হাফেজ মোঃ আমিন, অধ্যক্ষ ইব্রাহিম আকতারী, আব্দুর রহমান মান্না, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ আবু ছালেহ, মাওলানা জানে আলম নিজামী, মাওলানা মোঃ নাছির, ডাঃ হাসমত আলী তাহেরী প্রমুখ।



 

Show all comments
  • Kibria ৬ জুন, ২০১৭, ১২:০১ এএম says : 0
    hujr k mobarokbad
    Total Reply(0) Reply
  • Shamim ahmad ৬ জুন, ২০১৭, ৩:৪৯ এএম says : 0
    সহমত
    Total Reply(0) Reply
  • নেয়ামুল ইসলাম ৬ জুন, ২০১৭, ১১:৩০ পিএম says : 0
    আল্লাহ উনার হায়াতে বরকত দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ