রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোশারফ হোসেন নামে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সাগর ওই পৌরসভার মো: শাহজাহানের ছেলে। তিনি বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভায় আদর্শ পাড়া এলাকায় সাগরের দোকানের ভিতরে শনিবার রাতে সিলিং এর সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাগরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ১০ টার দিকে সাগরের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন সাগরের লেখা চিরকুটে জানা যায় মৃত্যুর জন্য তার ফুফু এবং তার সৎ মা দায়ী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।