রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : অপহৃত কিশোরী ও স্বনাংকারসহ রাজবাড়ীতে উদ্ধার ও অপহরনকারীকে আকট করেছে র্যাব। র্যাব-৮, পিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের এর আভিযানিক দল ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ০৩ জুন অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার অভিযান পরিচালনা করে অপহ্নত মোছাঃ বিথী সুলতানা (১৬), পিতাঃ মোঃ হাবিবুর রহমান, সাং-বাসুদেবপুর, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে উদ্ধার করেন এবং অপহরণকারীকে আটক করে।
গত ১০ মে বিথী সুলতানাকে রাজবাড়ী নতুন বাজার মোস্তফার ফর্মেসির সামনে পাকা রাস্তার উপর হতে মাইক্রোবাস যোগে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বিথীর পরিবারের লোকজন বিভিন্নœ জায়গায় খোজাখুজি করে কোথাও তার সন্ধান না পেয়ে গত ২০ মে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-৩২, তারিখ ২০-০৫-১৭) দায়ের করেন এবং র্যাব ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে। র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃতে¦ অপহৃত ভিকটিম উদ্ধার অভিযানে নামে এবং ব্যাপক অনুসন্ধানের পর র্যাবের আভিযানিক দল ০৩ জুন শনিবার দুপুরে বিথিকে উদ্ধার করতে সক্ষম হন ও অপহরণকারী মোঃ রায়হান হিরা(২১), পিতাঃ মোঃ আবুল কালাম আজাদ সাং-দক্ষিণ ভবানীপুর, থানাঃ রাজবাড়ী, জেলাঃ রাজবাড়ীকে ফরিদপুর কোতয়ালী থানাধীন বায়তুল আমান বাজার হতে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।