Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ২:১৮ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (১৮) নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ময়মনসিংহগামী কম্পিউটার এক্সপ্রেস রাজেন্দ্রপুর রেল ষ্টেশনে দাঁড়ানো অবস্থায় ছিল।
এসময় নিহত ওই ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই ট্রেন থেকে নামলে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। নীল রঙ্গের হাফ হাতা শার্ট ও খয়েরী রঙ্গের প্যান্ট পরিহিত ওই ব্যক্তির বয়স আনুমানিক (১৮)। তার পরিচয় জানা যায়নি।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ