Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেরপুরে টর্নেডোতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:১৭ পিএম

শেরপুর জেলা সংবাদদাতা : ৩ জুন রাত সাড়ে এগারটার দিকে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ও ভাতশাল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত টর্নেডোতে কমপক্ষে দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০জন।

এতে ৫টি গ্রামের গাছ পালা ও গৃহপালিত পশু পাখিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় রাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঘর ও গাছচাপা পড়ে আহত হয় মানুষসহ গবাদী পশু। গুরুতর আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর থেকে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ উপজেলা প্রশাসন।
সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকারের সংশ্লিষ্ট মহলের সহায়তা চেয়েছেন পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ