বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকান্ডের সুত্র ধরে উপজেলার ৩টি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগসহ ও হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামী করে মামলা করেছে লংগদু থানা পুলিশ।
এই পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। উপজেলার উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুপুরের পর থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
তবে লংগদুর বিশেষ গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং উপজেলায় পুলিশী টহল জোরদার থাকবে বলে শনিবার দুপুরে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রশাসন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।
রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, লংগদু জোন কামান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান মেম্বার ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদেিক লংগদু উপজেলার ক্ষতিগ্রস্থ ৩টি এলাকার লোকজন বাড়ী ঘরে ফিরে আসতে শুরু করেছে। অনেকে স্থানীয় বৌদ্ধ বিহার ও আত্মীয় স্বজনের বাসা বাড়ীতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদেরকে দূর্যোগকালীন সময়ে স্থাণীয় সেনা প্রশাসন খাদ্য সহায়তা দিচ্ছে।
এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসন ক্ষয়-ক্ষতি নিরূপন করে পরবর্তীতে সহায়তা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করছেন রাঙামাটি জেলা প্রশাসক।
উল্লেখ্য রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন লংগদু সদর, মানিকজোরছড়া ও তিনটিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পাহাড়িদের। আগুনে পাহাড়ি গ্রামে প্রায় শতাধিক ঘড়বাড়ী ভষ্মিভূত হয়েছে।
এদিকে বাঙ্গালীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মোটর সাইকেল চালক ও যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার ঘটনাকে ধামাচাপা দিতেই আঞ্চলিক দলের নেতার নেতৃত্বে সাধারণ পাহাড়িদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।