বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া থেকে : দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় ঘুর্ণিঝড় মোরায় আঘাত হানার দীর্ঘ পাচঁ দিনেও পুরোপুরি সচল হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। চট্টগ্রাম-১ এর অধীনে সাতকানিয়া উপজেলার অন্তত ৩০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পাইনি। ফলে অন্ধকারে রয়েছে বিশাল জনগোষ্টি। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলেছেন, ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন সচল করতে কর্মীরা কাজ করে যাচ্ছে। লাইন সচল হলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
সূত্রে জানা যায়,সাতকানিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে সাতকানিয়ার কেওচিয়া, ঢেমশা, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ, ঢেমশা, পশ্চিম ঢেমশা, এওচিয়া, মার্দাষা, সোনাকানিয়া, আমিলাইশ, চরতী, কাঞ্চনা এলাকা মিলিয়ে প্রায় ৪৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। মোরার আঘাতে পুরো উপজেলায়ই বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়। এর মধ্যে ১৭টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গেছে। ১২’শ স্থানে ক্যাবল ছিড়ে গেছে। মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ হওয়ার পর থেকেই কর্মীরা মেরামত কাজ শুরু করে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সাতকানিয়া সদর ইউনিয়নের মুন্সি আনোয়ার হোসেন বলেন, ঘুর্ণিঝড় মোরায় আঘাত হানার পর বেশ কয়েক দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়নি। বৈদ্যুতিক ক্যাবলের উপর ভেঙ্গে পড়া গাছ সমূহ পরিস্কার করার কাজ গত শুক্রবার বিকালে সমাপ্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।