বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের উল্লাখালি গ্রামের দানু ভুঁইয়ার বাড়িতে ঢুকে মুখোশধারী দুর্বৃত্ত কর্তৃক খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন এবং আহত করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর বেলা ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের উল্লাখালি গ্রামের দানু ভুঁইয়ার বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা গত শনিবার রাতে রান্নাঘরে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। রাতে পরিবারের লোকজন নেশা জাতীয় দ্রব্য মেশানো সেহরির খাবার খেয়ে ঘুমিয়ে অচেতন হয়ে পড়েন। ওই সময় পরিবারের একমাত্র ব্যক্তি প্রবাসী আবদুল মোতালেবের স্ত্রী শামছুন্নার মুক্তা চাচা শ্বশুর আনু ভুঁইয়ার ঘরে ভাত খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর বেলা মুখোশপরা একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে শামছুন্নাহার মুক্তার হাতের স্বর্ণের ব্রেসলেট ধরে টান দেয়। এসময় শামছুন্নাহার টের পেয়ে দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তি করতে থাকেন। দুর্বৃত্তরা শামছুন্নাহারের গলায় চুরি ধরে হত্যার চেষ্টা চালায় এবং টর্চ লাইট দিয়ে পিটিয়ে, হাতে, মুখে চুরিকাঘাত করে স্বর্ণলংকার গলার চেইন, ব্রেসলেট, কানের দুল এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত শামছুন্নাহার মুক্তা (২৭), অসুস্থ মুনছুর আলম ভুঁইয়া (৩৫), প্রিয়াংকা (২২), রাজমিস্ত্রি নুর আলম (৪৫), এবং মোবারক হোসেনকে (৩৫) নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য গত ৫মাসের ব্যবধানে নাঙ্গলকোটের অন্তত ৬টি পরিবারের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করার ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।