বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাগতিয়া আলীয়া দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আলামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উলাহ্ আহমদী মাদ্দাজিলুহুল আলী বলেছেন, মাহে রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আলাহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযোগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আলাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। আর মুসলমানদেরকে কাঙ্খিত এ লক্ষ্য পূরণের জন্য আহবান করে যাচ্ছে প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্বদ্যিালয় ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, সিয়াম সাধনার ফলে মু’মিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ ও স¤প্রীতির সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব। মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, শিক্ষাবিদ ও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাহ্ আমানত হলের প্রভোষ্ট ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. আবুল মনছুর বলেন, মহান আলাহর অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে মুসলমানদের কাছে আগমন করে মাহে রমজান। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধমে আলাহর রহমত কামনা করা এবং অতীতের সকল ভুল মার্জনা করে নেয়া।
ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।