Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি

চবিতে ইফতার মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম


কাগতিয়া আলীয়া দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল­ামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল­াহ্ আহমদী মাদ্দাজিল­ুহুল আলী বলেছেন, মাহে রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আল­াহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযোগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আল­াহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। আর মুসলমানদেরকে কাঙ্খিত এ লক্ষ্য পূরণের জন্য আহবান করে যাচ্ছে প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
তিনি গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্বদ্যিালয় ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, সিয়াম সাধনার ফলে মু’মিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ ও স¤প্রীতির সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব। মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, শিক্ষাবিদ ও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাহ্ আমানত হলের প্রভোষ্ট ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. আবুল মনছুর বলেন, মহান আল­াহর অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে মুসলমানদের কাছে আগমন করে মাহে রমজান। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধমে আল­াহর রহমত কামনা করা এবং অতীতের সকল ভুল মার্জনা করে নেয়া।
ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

Show all comments
  • EMTIAZ MAMUN ৪ জুন, ২০১৭, ৩:৩০ এএম says : 0
    ata e howa uchit
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ