Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সর্বনিম্ন ফিতরা ৫০ টাকা

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় এবছর সর্বনিম্ন ৫০টাকা ফিতরা নির্ধারণ করেছে জেলা ইমাম পরিষদ। ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি আব্দুর রাজ্জাক, মুফতি গোলামুর রহমান, মুফতি হুসাইন আহমাদ ও অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সাউদ এক বিবৃতিতে শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, রোজার অন্যতম শর্ত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতরের আগে সদকাতুল ফিতর আদায় করা। এজন্য প্রত্যেক রোজাদারকেই গরীবদের মধ্যে ফিতরার নির্দিষ্ট পরিমাণ অর্থ (সর্বনিম্ন ৫০ টাকা) বিতরণ করে রোজাকে পরিশুদ্ধ করা উচিত। অবশ্য কেউ যদি ৫০ টাকার বেশি অর্থ দিতে সক্ষম হন তাতেও কোন সমস্যা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ৫০ টাকার কম দিলে ফিতরা আদায় হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ