বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে জনতার রোষানলে পড়লে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পাকুড়িয়া ভাঙ্গাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বিজিবি’র সহায়তায় বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে উদ্ধার হয় পুলিশ। পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে দৌলতপুর থানার এস আই শরিফ তার সোর্স হাকিমকে সঙ্গে নিয়ে সাদা পোষাকে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফকির মন্ডলের ছেলে মাইনুদ্দিন মন্ডলকে (৩৫) গ্রেফতার করে। পুলিশের দাবি সে ওয়ারেন্টভূক্ত আসামী। এসময় এলাকাবাসী মাইনুদ্দিনকে গ্রেফতারের কৈফিয়ত এবং আপনারা কারা জানাতে চাইলে সাদা পোষাকধারী পুলিশ এলাকাবাসীর ওপর চড়াও হলে এলাকাবাসী সোর্স হাকিমসহ পুলিশকে লাঞ্ছিত করে। এ সুযোগে আসামী মাইনুদ্দিন পুলিশ হেফজত থেকে পালিয়ে যায়। হৈ চৈ ও এলাকায় উত্তেজনার খবর পেয়ে স্থানীয় ঠোটারপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদা পোষাকধারী এসআই শরিফ ও তার সোর্সকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতপুর থানার ওসি শাহ দারা খানের নিকট এসআই শরিফসহ পুলিশের সোর্স হাকিমকে সোপর্দ করে বিজিবি। তবে এসআই শরিফ জানিয়েছেন, সীমান্ত এলাকায় আসামি ধরতে গেলে বিজিবিকে জানিয়ে যেতে হবে, যেটা আমার জানা ছিল না। তাই একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি নিরসনও হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, সীমান্ত এলাকায় মামলার আসামী ধরতে গিয়ে একটু ঝামেলা হলে বিজিবি’র সহায়তায় তা নিরসন হয়। ঠোটার পাড়া বিওপি কমান্ডার হাবিলদার নুরে আলম সিদ্দিকি জানান, জনতার রোষানল থেকে সাদা পোষাকধারী দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়। পরে দৌলতপুর থানার ওসির হেফাজতে তাদের দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।