Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

দিনমজুরের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : এবার পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে রাজমিস্ত্রীর দিন মজুরীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিজের পাওনা পারিশ্রমের অর্থ আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দাকোপে রাজমিস্ত্রী মহিউদ্দিন শিকদার চালনা পৌরসভার সাবেক মেয়র অচিন্ত্য মন্ডলের বিরুদ্ধে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবে লিখিত বক্তৃতায় চালনা পৌরসভাধীন টিটাপল্লী গ্রামের মহিউদ্দিন শিকদার অভিযোগ করে বলেন, সাবেক মেয়র অচিন্ত্য মন্ডল দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি থাকাকালীন গত ২০/১০/২০১৪ হতে ১০/০৩/২০১৫ তারিখ পর্যন্ত শিক্ষক সমিতির ভবনে রাজমিস্ত্রী হিসেবে আমাকে দিয়ে সেন্টারিং, রড বাইন্ডিং ও ঢালাইয়ের কাজ করায়। ওই কাজের মজুরী বাবদ আমি তাঁর নিকট অদ্যবধী দশ হাজার টাকা পাবো। তিনি অচিন্ত্য মন্ডলকে ভদ্রবেশী প্রতারক, ধুরুন্ধর আখ্যা দিয়ে বলেন, পাওনা টাকা চাইলে তিনি আমাকে নানা টালবাহানায় ঘুরাতে থাকে। আমি এ ব্যাপারে স্থানীয় কমিশনার রুস্তুম আলী খান, কমিশনার অসিত কুমার সাহা, বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাসসহ মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান কমিটির নিকট অসংখ্যবার অভিযোগ জানিয়ে অর্থ আদায়ে ব্যর্থ হয়েছি। সর্বশেষ গত আনুমানিক ২ মাস পূর্বে আমি অচিন্ত্য মন্ডলের নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাচ করে তাড়িয়ে দেয়। বর্তমানে আমি নিরুপায় হয়ে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট পাওনা টাকা আদায়ে সহায়তা চেয়ে আবেদন করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ