Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে চার ডাকাত আটক

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু কাটাখালি ব্রীজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব চার ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এই অভিযান চালায়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুইটি বিদেশী বন্দুক, একটি থ্রি নট থ্রি রাইফেল, তাজা গুলি ও একটি হাসুয়া। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহম্মেদ, র‌্যাবের এএসপি গোলাম মোর্শেদ ও এএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় শনিবার বিকালে চার ডাকাতের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ এবং ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। এদিকে র‌্যাব-৬ এর অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার মধ্য রাতে ঝিনাইদহ সদর উপজেলার গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ জসিম উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার হাটগোপালপুর কুশাবাড়িয়া সড়কে গাজা বিক্রির জন্য অপেক্ষা করছিলো জসিম উদ্দীন।
এ সময় গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব তাকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ