Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোদেজার পা ভেঙে দেয়ায় রিপুল গ্রেফতার

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা ঃ ছাগলনাইয়ায় বখাটেদের নির্মম হামলার শিকার কলেজ ছাত্রী খোদেজা আক্তারের পা ভেঙে দেয়ার প্রধান আসামী রিপুলকে গতকাল শনিবার বিকেল ৪ টায় ছাগলনাইয়া থানার পুলিশ ঢাকার দৈনিক বাংলা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে। রিপুলের মোবাইল ট্যাকিং এর মাধ্যমে পল্টন থানা পুলিশের সহায়তায় ছাগলনাইয়া থানার এসআই মোঃ ফারুক মিয়া ও এএসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ রিপুলকে গ্রেফতার করে। 

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলা পূর্ব দেবপুর ছাত্রীকে খোদেজা আক্তারকে (২৪) দীর্ঘদিন যাবত একই গ্রামের বাচ্চু মিয়ার বখাটে পুত্র রিপুল (২৮) ও তার সহযোগীরা কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল।
এ ব্যাপারে কলেজ ছাত্রী বাদী হয়ে গত ২৬ মে ছাগলনাইয়া থানায় রিপুল, নাজিম ও রকিবসহ ৪ জন কে আসামী করে একটি মামলা দায়ের করে পুলিশের কাছে সে ও তার পরিবারের নিরাপত্তা চায়। মামলা দায়ের পরে বিপুল বিক্ষুদ্ধ হয়ে খোদেজকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে খোদেজা বাবা আজমের মাথা ফাটিয়ে দেয় ও ঐ খোদেজার পা ভেঙে দেয়। এ হামলার ঘটনায় ঘটনার দিন রাতে নাজিম উদ্দিন, শরিফ উদ্দিন ও খুরশিদ আলমকে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ