Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শুল্ক বৃদ্ধির প্রস্তাব মুঠোফোনের চোরাচালান উৎসাহিত করবে

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শুল্ক বৃদ্ধির প্রস্তাব মুঠোফোনের বাজারে চোরাচালানকে উৎসাহিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইর্ম্পোটার্স এসোসিয়েশন। এতে একদিকে সরকার যেমন বিপুল রাজস্ব হারাবে অন্যদিকে অসম প্রতিযোগিতার ফলে বৈধ আমদানিকারকরা ব্যবসায় টিকে থাকতে পারবেনা বলেও মনে করেন তারা। গতকাল (শনিবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে একথা বলা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের কোন উৎপাদন বা সংযোজন শিল্প নাই। বাংলাদেশ মোবাইল ফোন ইর্ম্পোটার্স এসোসিয়েশনের অনেক সদস্য প্রতিষ্ঠান স্থানীয় মুঠোফোন শিল্প স্থাপনের জন্য আগ্রহী এবং আমাদের অনেক দিনের দাবীর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার মুঠোফোন খুচরা যন্ত্রাংশের এইচএস কোড প্রণয়ন করেছেন। যেহেতু মুঠোফোন উৎপাদন একটি প্রযুক্তিভিত্তিক শিল্প এবং বাংলাদেশে এর দক্ষ শ্রমিকের অভাব আছে তাই দেশে সংযোজনকারী শিল্প ও দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য নূন্যতম ১ বছর সময় প্রয়োজন। এছাড়া দেশে মোট মোবাইল ফোন আমদানীর উল্লেখযোগ্য পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ অবৈধভাবে আমদানি হয়। এমতাবস্থায় সংযোজন শিল্পে শুল্ক দশ শতাংশ এবং সরবরাহকারী পর্যায়ে মূসক আরোপ করা হলে অবৈধভাবে মুঠোফোন আমদানি উৎসাহিত হবে যার বিপরীতে সংযোজনকারী শিল্প প্রতিযোগীতামূলক বাজারে পিছিয়ে পড়বে। তাই সংযোজন শিল্পে খুচরা যন্ত্রাংশের শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ