বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৮ জুন সবগুলো আবাসিক হল খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিন্ডিকেট সভা থেকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, জাবির সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মেহদী হাসান আরাফাতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এ দুই পরিবার থেকে একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চাকুরি দেয়া হবে। ঈদের ছুটির পরে পুনঃনির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়া সড়ক দুর্ঘটনায় দুজন ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভিসির বাসভবনে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা সম্পর্কে আইন-উপদেষ্টার পরামর্শ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ২৬ জুন জাবির দুই শিক্ষার্থীর জানাজার নামাজ ক্যাম্পাসে করতে না দেয়ার অভিযোগসহ কয়েকদফা দাবিতে শিক্ষার্থীরা প্রায় ৬ ঘন্টা ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবন ভাংচুর করে। পরে পুলিশ আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যায়।
পরের দিন তারা জামিনে মুক্তি পায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট ডেকে অনির্দিষ্টকালের জন্য হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে ১৪টি বিভাগের পরীক্ষা স্থগিত হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।