Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করের পরিধি বৃদ্ধিতে জনগণের জীবন জীবিকা কঠিন হয়ে পড়বে -ক্যাব

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাজেটে ঘাটতি মেটানোর জন্য সাধারণ জনগণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের পরিধি যেভাবে বাড়ানো হয়েছে তাতে সাধারণ জনগণের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ব্যাংক হিসাবের উপর উৎসে কর ও আবগারী শুল্ক আরোপ করায় সাধারণ মানুষ ব্যাংক বিমুখ হবে এবং বৈধ পথে রেমিট্যান্স ও আর্থিক লেনদেনে বিরূপ প্রতিক্রিয়া হবে। গতকাল (শনিবার) এক বিবৃতিতে দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থ বছরের ঘোষিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় এ অভিমত ব্যক্ত করেন।
ক্যাব নেতৃবৃন্দ বলেন, ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড যোগান দেবে ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা যা মোট বাজেটের ৬২ শতাংশ। এনবিআরের আয় হচ্ছে আমদানী শুল্ক, আয়কর, ভ্যাট, মুসক ইত্যাদি। আমাদানী পণ্যের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ট্যাক্স ভোক্তাদের ঘাড়েই পড়ে, একইভাবে ভ্যাটের যোগান সাধারণ ভোক্তারাই যোগান দেন। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হলেও বাজেট ঘোষণার পর দিন থেকেই বেশকিছু পণ্যের দাম বেড়ে গেছে। বাজেটে ব্যবসায়ীসহ বিভিন্ন গ্রæপের জন্য বিভিন্ন ধরনের নগদ সহায়তা ও ভুর্তকি, শুল্ক হ্রাসসহ প্রণোদনার প্রস্তাব করা হলেও সাধারণ ভোক্তাদের জন্য কোন প্রণোদনা রাখা হয়নি। বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, ঢালাওভাবে সম্পুরক শুল্ক বহাল থাকায় দেশীয় শিল্প সুরক্ষা কমার আশংকা এবং যে সমস্ত পণ্য দেশে উৎপাদিত হয় না এবং যে সব শিল্প উৎপাদনে দেশীয় দক্ষতা অর্জিত হয়নি, তাদের সুরক্ষা দিতে সম্পুরক শুল্প আরোপ ভোক্তা স্বার্থ পরিপন্থি। অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত রাস্ট্রায়ত্ব ব্যাংকগুলির জন্য অনিয়মের সাথে জড়িতদের সুষ্ঠু বিচার না করে বিশাল বরাদ্দ রাখা জনগণের করের টাকার অস্বচ্ছ ব্যবহার বলে রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির মাঝে সুশাসন যেরকম প্রতিষ্ঠা জরুরী তেমনি ভোক্তাদের প্রতিনিধিত্ব আবশ্যক।
বিবৃতিদাতারা হলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর ও সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক এএম তৌহিদুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ