Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : তাড়াশ উপজেলায় এবার প্রভাবশালী কর্তৃক নূরুল ইসলাম (৬৫)নামে এক অসহায় প্রতিবন্ধীর বসত বাড়ি ভাংচুর, লুটপাট করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বর্তমানে ওই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনায় গতকাল শনিবার সকালে প্রতিবন্ধী নূরুল ইসলাম বাদি হয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী নূরুল ইসলাম দান সূত্রে পাওয়া তাড়াশ মাদ্রাসাপাড়ার জেএল নং-১৫৭, আরএস খতিয়ান নং-২২০, দাগনং-২৭০ এর সাড়ে ১২শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসত বাড়ি নির্মাণ করে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে প্রতিবেশি প্রভাবশালী মৃত মোকাদ্দেছ আলীর ছেলে মাসুদ করিমগং পেশী শক্তি বলে ওই জমি জবর দখলের পাঁয়তারা করে ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে। এরই এক পর্যায়ে ২৭মে মাসুদ করিম একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ওই বসত বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং ঘরের টিন, খাম, খুঁটিসহ আসবাবপত্র ভাংচুর করে পার্শ্ববর্তী পুকুরসহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। এসময় প্রতিবন্ধী নূরুল ইসলামের দুই ছেলেকে না পেয়ে হামলাকারীরা তাকেসহ তার মেয়ে ও ছেলে বউকে বেদম মারপিট করে । বর্তমানে ওই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনায় শনিবার সকালে প্রতিবন্ধী নূরুল ইসলাম বাদি হয়ে মাসুদ করিমসহ তিনজনের নাম উল্লেখ করে আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে প্রতিবন্ধী নূরুল ইসলামের ছেলে আবুল বাশার বলেন, হামলাকারীরা এলাকার অত্যন্ত প্রভাবশালী ও দাঙ্গাবাজ। একারণে প্রাণ ভয়ে তারা দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তার প্রতিবন্ধী বাবা-মা খোলা আকাশের নিচে বসবাস করছেন। তিনি অপরাধিদের বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ