Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল চেকপোস্টে ভারতগামী যাত্রীদের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল নৌ পরিবহন মন্ত্রী কর্তৃক উদ্ভোধনের পরের দিন গতকাল শনিবার সকাল থেকেই টার্মিনালল ফী বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনায় বলা হযেছে ভারতে গমনের সময় প্রত্যেক যাত্রীকে টার্মিনাল বাবদ ৩৬.৯০ টাকা দিতে হবে। সেখানে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ৪০ টাকা নিয়ে ৩৮.৭৬ টাকার একটি রশিদ ধরিয়ে দেয়া হচ্ছে। প্রতিদিন বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৫ থেকে ৬ হাজার বাংলাদেশী যাত্রী ভারতে যায়। এ নিয়ে সকাল থেকেই জটিলতার সৃষ্টি হয়েছে। ভারতগামী একজন যাত্রীর কাছ থেকে টার্মিনাল ফি বাবদ চার্য ধরা হয়েছে, এন্ট্রি চার্য ৯.৪৪ টাকা, ওয়েটিং চার্য ৯.৪৪ টাকা,সার্ভিস চার্য ৩.৭৮ টাকা, টার্মিনাল চার্য ৯.৪৪ টাকা মোট ৩২.১০ টাকা। এর উপর ১৫% ভ্যাট হিসাব করলে মোট চার্য হয় ৩৬.৯০ টাকা।
ভারতে গমনকারী যাত্রী ও পরিবহন ম্যানেজাররা অভিযোগ করে বলেন, তাদেরকে কাছ থেকে ৪০ টাকা করে নিয়ে ৩৮.৭৬ টাকার ¯িলপ ধরিয়ে দেয়া হচ্ছে। ওয়েটিং চার্য নিলেও এখানে ওয়েটিং এর কোন ব্যবস্থা করেনি। এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচারক আঃ রউফ এ সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ