Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ হোসেন (৪২) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টাল অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। বায়েজিদ থানার ওসি জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোহাম্মদ হোসেন ঢাকা যাচ্ছিলেন। আগে থেকে খবর পেয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন জানায়, উখিয়ার আইখালীর ইউসুফ নামে এক ব্যক্তি তাকে ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মোহাম্মদ হোসেন সরাসরি ঢাকা না গিয়ে বায়েজিদ এলাকা থেকে বাসে করে ঢাকা যাওয়ার জন্য এসেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ