Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষকের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে মাদরাসা শিক্ষক মো. ইলিয়াস মিয়ার বসতবাড়ির ভিটা দখলের চেষ্টা করছে স্থানীয় একটি সন্ত্রাসী মহল। প্রতিবাদ করলে জমির মালিককে প্রাণে মেরে ফেলানোর হুমকি দিচ্ছে বলে ওই শিক্ষক অভিযোগ করেন। মো. ইলিয়াস মিয়া আরও জানান, ১৭৩নং বড় বাইখির মৌজার সাবেক ৬০০ দাগের ২৮ শতাংশ জমির উপর ১৪৪ ধারা হয়। গত ২৭.০৩.১৭ তারিখে আদালতে আমার পক্ষে রায় হয়। এ ছাড়া আগে ইউএনও মো. সহিদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি শরিফুল ইসলাম থাকতেও সরেমজিনে তদন্তপূর্বক আমার পক্ষে রায় দেন। রায় থাকা সত্বেও সন্ত্রাসী জাকারিয়া খান (৫০), তার ভাই হাসান খান (৫৫), জাকারিয়া খানের ছেলে শান্ত খান (২৫) গত ২৭.০৫.১৭ তারিখে ইলিয়াস মিয়া এবং তার ভাই হাফেজ মো. লায়েছ মিয়াকে তাদের নিজ বাড়িতে গিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন এবং বলেন, ওই জমির সীমানায় গেলে তোর পরিবারসহ প্রাণে মেরে ফেলবো। তিনি আরও বলেন, আমার বাড়ির উপরে ইটপাটকেল মারেন, আমার বাড়িতে ফল গাছ থেকে ফল পেড়ে নেন, রাতে ঘর থেকে বের হতে পারি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ