বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বাড়ানোয় আমানতকারী আমানত রাখতে নিরুৎসাহিত হবে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক নির্ভরতা উৎপাদনশীল খাতের ঋণপ্রবাহ কমাবে বলেও মনে করছে সংগঠনটি।
শনিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে প্রথমবারের মতো এফবিসিসিআইসহ ৯টি ব্যবসায়িক সংগঠনের উদ্যোগে আয়োজিত বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি আনিকা আগা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান প্রমুখ। উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ পরিচালকরা।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান তথা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য ব্যাংক লেনদেন করা হয়। বাজেটে ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। এতে আমনতকারী আমানত রাখতে নিরুৎসাহিত হবে। এছাড়া অর্থ ব্যাংক চ্যানেলে না যেয়ে ইনফরমাল চ্যানেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা অর্থনীতির জন্য শুভ নয়। তাছাড়া স্বাস্থ্যহানি করে এমন পণ্য ছাড়া অন্য কোনো খাতে আবগারি শুল্ক আরোপ করা ঠিক নয় বলেও মনে করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, এ জন্য ব্যাংকিং সেক্টর থেকে আবগারি কর সম্পূর্ণ প্রত্যাহার করা উচিত। প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ২৮ হাজার কোটি টাকা নিবে। ব্যাংকিং খাতে সরকারের এ ঋণ নির্ভরতা উৎপাদনশীল খাতের ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে।
এদিকে সংবাদ সম্মেলনে স্টিল ও রি-রোলিং সেক্টরের ভ্যাট প্রসঙ্গেও দাবী উত্থাপন করা হয়। অন্যান্য সেক্টরের সঙ্গে স্টিল ও রি-রোলিং সেক্টরের ভ্যাট প্রসঙ্গে বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদউলাহ দাবী উত্থাপন করেন। তিনি তার দাবীতে বলেন. সদ্য ঘোষিত ২০১৭-২০১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর ও ফ্রিজার, এয়ারকন্ডিশনার, এলপিজি সিলিন্ডার প্রভূতি পণ্য সহ ১০৪৩টি এইচ.এস. কোড ভূক্ত আইটেমকে ২০১৯ সাল পর্যন্ত ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সকল পণ্যের সঙ্গে মৌলিক চাহিদার অন্যতম উপাদান এম.এস. রড সহ অন্যান্য এম.এস প্রডাক্টকে জাতীয় বাজেটের অব্যাহতি প্রাপ্ত আইটেমের সঙ্গে অন্তর্ভুক্তির জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।