Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ; ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহা সড়কের নান্দাইল উপজেলার দু’টি স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার চামটা বাসষ্ট্যান্ডে ভৈরব থেকে ময়মনসিংহগামী শ্যামলছায়া পরিবহনের একটি গাড়ী টমটম গাড়ীকে চাপা দিলে টমটমের চালক চামটা গ্রামের নজরুল(৪০) ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে দুপুর আনুমানিক ১.৩০ টার সময় নান্দাইল পুরাতন বাসষ্ট্যান্ডে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এম কে সুপার (মযমনসিংহ জ-০৫-০০০৩) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের্^ দাড়িয়ে থাকা পথচারী সহ সি.এন.জি ও অটোবাইককে চাপা দিলে সিএনজি’র যাত্রী পৌর এলাকার পাছপাড়া গ্রামের তারা মিয়ার পুত্র লিটন মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যায়। বাসচাপায় আহত হয় মহিলা সহ কমপক্ষে ১৫ জন। আহতদের নান্দাইল হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত ৭জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানান নান্দাইল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নূরুজ্জামান বাসচাপায় একটি সিএনজিতে আগুন ধরে গেলে সম্পূর্ণ পুড়ে যায় এবং অন্যগুলো দূমড়েমুচড়ে যায়। অন্যান্য আহতদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ