Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ৩:২২ পিএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের বীরগঞ্জে মো: বাবুল ইসলাম (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের পুলহাট বাজার হতে তাকে আটক করে পুলিশ। মো: বাবুল ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুলহাট গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
বীরগঞ্জ থানার এএসআই মো: মামুন-অর-রশীদ জানান, মো: বাবুল ইসলাম সুইচ এগ্রো লি. বীরগঞ্জে পরিবেশক হিসেবে দায়িত্ব পালন কালে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে সুইচ এগো লি. ২০১২ সালে যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতে মামলা দায়ের করেন। মেট্রো দায়রা মামলা নম্বর-৮৩/১৩। সিআর-৪৬২/১২। আদালতের বিজ্ঞ বিচারক ওই টাকা আত্মসাতের অভিযোগে মোঃ বাবুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ