Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণহীন অটোবাইক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলছে

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহর এলাকাসহ বিভিন্ন স্থানে অটোবাইক দুর্ঘটনা বেড়েই চলছে। যা শহরবাসীর কাছে উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে। দেশে রিকশা চালাতে চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগলেও ট্রাক্টর ও অটোবাইক চালাতে চালকদের কোনো লাইসেন্স লাগে না। এটা সবাই অবগত যে, ট্রাক্টর চলাচলের কোনো বৈধতা নেই।  সেজন্যে চালকদের লাইসেন্স প্রদান বা বৈধতার বিষয়টি নিতান্তই অবান্তর। অপরদিকে অটোবাইক চলাচলের বিতর্কিত বৈধতা আছে আর তা দিচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ। অথচ চালকদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে তাদেরকে বৈধতা প্রদানের বিষয়টি কেউ ভাবছে না। ফলে অবৈধ ট্রাক্টর যে কোনো বয়সী চালক বেপরোয়া চালিয়ে যেমন দুর্ঘটনা ঘটায়, তেমনি অটোবাইকের ক্ষেত্রেও। এজন্যে সড়কে ট্রাক্টর ও অটোবাইক ক্রমশ আতঙ্কদায়ক যানবাহনে পরিণত হয়েছে। হতাহতের ঘটনাও বেড়ে চলছে।
চাঁদপুর শহরে পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলীতে আঃ মালেক ভূঁইয়া সড়কে গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে হাসিব ভূঁইয়া নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরে আম কুড়াতে যাওয়া শিশুটির প্রতি খেয়াল না রেখে ঢালীর ঘাট থেকে আসা অটোবাইকটিকে চালক দ্রুত গতিতে বেপরোয়া চালাতে থাকলে শিশুটি এর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায়। খোদ চাঁদপুর শহরে একইভাবে প্রাণ হারিয়েছে গুয়াখোলার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আঃ করিম বেপারী। আর এই অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন গুয়াখোলার আরেক বাসিন্দা, প্রবীণ বস্ত্র ব্যবসায়ী আলহাজ মোঃ ফারুকুল ইসলাম। এছাড়া প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটেই চলছে।
অটোবাইকের লাইসেন্স যেহেতু পৌরসভা দেয়, সেহেতু এইসব প্রতিষ্ঠান থেকেই অটোবাইক চালকদের ড্রাইভিং লাইসেন্স দেয়ার বিষয়টি ভাবতে হবে বলে সচেতন শহরবাসী মনে করেন। রাস্তায় অটোবাইক চলাচলের অনুমতি বা রূট পারমিট দেয়ার মধ্যেই পৌরসভাকে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় অটো চালকদের ড্রাইভিং সংক্রান্ত সেমিনার ও ন্যূনতম প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এবং সেই প্রশিক্ষণ সনদের আলোকে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যায়। এতে পৌরসভার আয় বাড়বে। আর অটোবাইকের মালিককে রূট পারমিট সংক্রান্ত লাইসেন্স প্রদানের শর্ত হিসেবে যদি প্রশিক্ষিত ও ড্রাইভিং লাইসেন্সধারী চালকের নাম দেয়ার বিষয়টি জুড়ে দেয়া যায়, তাহলে অটোবাইকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা বা অটোবাইককে কম-বেশি সামাল দেয়া সম্ভব হবে বলে শহরবাসী মনে করেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ