বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও থেকে দুরত্বে বসবাস করায় স্থানীয় এক ব্যক্তির কারণে জমি বুঝে নিতে পারছেন না প্রকৃত মালিক। ক্ষমতার দাপটে জোরপূর্বক ওই জমির উপড় নার্সারী আর দোকানপাট স্থাপন করে রাজত্ব চালাচ্ছে। এ নিয়ে মালিক পক্ষ মামলা করে বেশ কয়েকবার আদালত থেকে রায় পেলেও তা অমান্য করছে ওই ব্যক্তি। মামলা সুত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচাঁ ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামের আলহাজ্ব খয়ের উদ্দীনের কাছে ৪২০৫ ও ৪২০৮ দাগে ৭১ শতক, একই গ্রামের আরেক ব্যক্তির কাছে ১৩১২ ও ১৩২৭ দাগে ৪৫ শতক জমি ক্রয় করেন আখতার হোসেন ও আবুল কাইয়ুম মোহাম্মদ আব্দুল্লাহ। জমি ক্রয় করার পর দখল নিয়ে ঘেরাবেড়া দিয়েচাকুরীর জন্য দুরত্বে বসবাস করেন। এই সুযোগে তৈয়ব আলী নামে এক ব্যক্তিকৌশলে ওই জমিতে অস্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ করে রাজত্ব করছে। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। পরিশেষে জমির মালিক উপায় না পেয়ে তৈয়ব আলীর বিরুদ্ধে মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।