বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণির্দুগতদের ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন ত্রাণ সামগ্রীর কোন স্বল্পতা নেই। গতকাল (শুক্রবার) বিকালে চট্টগ্রাম নৌ বাহিনীর হাসপাতালে ঘূর্ণিঝড়ে সাগর থেকে উদ্ধার হওয়ার চার জনকে দেখতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। ত্রাণমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিতরণের জন্য ত্রাণ সামগ্রীর কোনো স্বল্পতা নেই। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ নিয়ে কোনো রকম দুর্নীতি হলে তা সহ্য করা হবে না। ত্রাণ বিতরণ নিয়ে কেউ ছিনিমিনি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না। ঘূর্ণিঝড় মোরার পর পর উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান মন্ত্রী। বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে এখন পর্যন্ত ৮৫ জনকে উদ্ধার করেছে। বাংলাদেশ নৌ বাহিনীর উদ্ধার কাজ এখনও চলছে। শুক্রবার বিকালেও গভীর সমুদ্র থেকে নৌবাহিনী একজনকে উদ্ধার করেছে বলে জানান দুর্যোগমন্ত্রী। এসময় নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন চার জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।